আমরা সকলেই তো সকাল বেলা নামাজ পরে এসে প্রিয়জন দের সাথে নিয়ে কোরবানী করলাম। একবারোও কি ভেবে দেখেছি বাবা-মা হারা এতিম শিশুগুলো কিভাবে তাদের ঈদ কাটাচ্ছে? হেল্প দ্য ফিউচার সর্বদা এসকল বিষয়ে সচেষ্ট থাকার চেষ্টা করে। আমরা চাই আমাদের হাসি টুকু সকলের সাথে ভাগাভাগি করে নিতে। এরই ধারাবাহিকতায় এবারো আমরা সেই চেষ্টা অব্যহত রেখেছি। এবছরের শেয়ার ইওর স্মাইলের অধীনে “শেয়ার ইওর কুরবানি” ইভেন্ট টি সম্পন্ন হয়েছে।উক্ত ইভেন্টে কেবল সুবিধাবঞ্চিত মানুষ কিংবা ইয়াতিম শিশুই না আমরা পাশে দাঁড়িয়েছি এই করোনাকালীন সময়ে চাকুরী হারানো নিঃস্ব হওয়া পরিবার গুলোর পাশেও।আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি Bangladeshi Idol, Sydney Bangalee Community INC & 360Events.Sydney Australia, যারা আমাদের এই প্রচেষ্টার সাথী হয়েছে।
সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।






Share Your Qurbani, 2021
Related posts
Recent Events
- Share Your Qurbani, 2021 July 28, 2021
- সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ। March 26, 2021 July 2, 2021
- HTF Cleaning Campaign- February 21, 2021 July 2, 2021
- THE JOY OF PASSING 7 STAIRS June 20, 2021
- HTF Eid Smile 2021 May 11, 2021